পদ্মা নদীর শাখা নদী মাথাভাঙ্গা! এই নদী কি আপনি পাড়ি দিতে পারেন?
হয়তোবা পারেন!
আপনি কি পদ্মা নদী পাড়ি দিতে পারেন?
কেউ কেউ হয়তো পারে!
আপনি কি ইংলিশ চ্যানেল পাড়ি দিতে পারেন?
ব্রোজেন দাশের মতো কেউ কেউ পারেন!
মাথাভাঙ্গা নদী পাড়ি দেয়ার সাধ্য না থেকেও যদি ইংলিশ চ্যানেল পাড়ি দিতে চান তবে বিষয়টি কেমন হবে?
যার যার সক্ষমতা তাকে সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। যার ২০% মুনাফা নেয়ার সক্ষমতা নাই সে যদি ২০০% মুনাফা নেয়ার চিন্তুা করে, তবে দিন শেষে ১০% লোকসানে পড়ে যায়।
২০% মুনাফা নেয়ার সক্ষমতা থাকলে ঐটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। তারপর আরও ৮০% বাড়লেও ভাবতে হয়, ওটা আমার সাধ্যের বাইরে। তাহলেই মুনাফাতে ধারাবাহিকতা আসবে!