লাভ করার জন্য যতবার কিনি তার বেশিরভাগ সময়ই লোকসান করি! তাহলে অন্য কিভাবে ব্যবসা করা যেতে পারে?
একটু অন্য চিন্তা দরকার, একটু ভিন্ন, কিংবা পুরোটাই উল্টোভাবে!
মানে লোকসান করার জন্য কিনবো! পাগলামি !
কিন্তু সুস্থভাবে যদি ব্যবসা না পাই তাহলে একটু পাগলামির পরীক্ষা করলে খুব ক্ষতি কি?
সামর্থ্য অনুযায়ী পরীক্ষাটা করতে হবে। টার্গেট ৫০% লোকসান করবো। সামর্থ্য অনুযায়ী ১০ হাজার টাকার কিনলাম! ৫ হাজার টাকা লোকসান করবো।
কিনলাম, কিন্তু না পড়ে বেড়ে গেলো! পরীক্ষায় ব্যর্থ! বিক্রি করে বের হয়ে গেলাম!
আরেকটি ধরলাম। এবার দাম কমছে, কিন্তু ১০ হাজার টাকার শেয়ার ৮ হাজার হয়ে থেমে আছে! মানে ২০% লোকসান, মানে ৫ হাজার টাকার লোকসানের টার্গেট মিট করতে পারেনি, মানে ব্যর্থ! কি করা যায়?
এই বাজারে কিনলে কমে বেচলে বাড়ে! তাহলে আরেকটু কিনি, এই ধরুন ২ হাজার টাকার! কমলে ভালো, ৫০% লোকসানের জন্য অপেক্ষা করি। না কমে বেড়ে গেলে আরেকটু বেশি মানে ৫ হাজার কিংবা আরো ১০ হাজার টাকার কিনি। এবার কমবেই। যদি না কমে বাড়তেই থাকে তবে প্রথম ১০ হাজার টাকার পরে যা কিনেছি সেগুলো বিক্রি করে মুনাফা নিয়ে বের হয়ে যাই। প্রথম ১০ হাজারের বিনিয়োগ থাকবেই। কারণ ঐ ৫০% লোকসানের টার্গেট মিট করতে হবে।
এভাবে টার্গেট মিট করার মিশনে লেগে থাকলে সাপোর্ট ঠিকই খুঁজে পাওয়া যায়। তখন আসল বিনিয়োগে নামতে হয়, এই ৫ লাখ, ১০ লাখ……
কিন্তু এটা তো অনেক সময় ও ধৈর্যের ব্যাপার!
জ্বী শেয়ার ব্যবসা হচ্ছে ধৈর্যের ব্যবসা। তবে কেউ যদি টেকনিক্যালি খুব সাউন্ড হয়ে থাকে, কিংবা অন্য কোনো স্মার্ট উপায় জানে তার জন্য এই পরীক্ষা নয়, সে এই পোস্ট পড়ছে না!
পরীক্ষাটা করতে হবে সম্ভাবনাময় শেয়ারে। সম্ভাবনাময় শেয়ারে লাভ করতে গিয়ে বার বার লোকসান হয়। তাহলে এবার ঐ পাগলামি পরীক্ষা, অর্থাৎ সম্ভাবনাময় শেয়ারে লোকসানের টার্গেট করে ব্যবসা করতে হবে। যদি দাম বাড়তেই থাকে তবে লাভ নিয়ে বের হলে আর্থিক লাভ, হোক সেটা ছোট। কিন্তু যেহেতু টার্গেট হচ্ছে লোকসান করা, তাই লাভে বিক্রি করে বের হওয়ার পরে দর আরো বাড়লে আফসোস থাকবেনা। ইশ্ কেনো যে বিক্রি করলাম সেই আফসোস থাকবেনা। এই ”ইশ্” হচ্ছে শেয়ার ব্যবসার সফলতার অন্যতম প্রধান অন্তরায়!
এভাবে কয়েকটিতে লোকসান করার লক্ষ্য নিয়ে ব্যবসা করতে গিয়ে নিজের দৃষ্টিভঙ্গির সাথে খাপ খেয়ে যায় এমন ট্রেডিং জোন আবিষ্কার হয়ে যাবে। প্রত্যেক বিনিয়োগকারীর দৃষ্টিভঙ্গি ভিন্ন। ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে সমানভাবে ব্যবসা করার প্রত্যাশা করাটা তাই অনর্থক। নিজের সামর্থ অনুযায়ী নিজস্ব ট্রেডিং জোন খুঁজে পেলে ব্যবসাটা অনেক সহজ। ঐ জোনের বাইরে ব্যবসা করতে গেলেই হোঁচট খেতে হয়, তাই ২০% মুনাফা করা সামর্থ্য থাকলে সেটুকুই নিতে হবে। সামর্থ্য না থাকা সত্ত্বেও ১০০% মুনাফা করার প্রত্যাশা করতে গেলে হয়তো দিনশেষে ২০% নাই হয়ে যাবে।