আপনার শেয়ারের দাম, কেনা দাম থেকে পড়ে গেছে, অর্থাৎ আপনি লোকসানে আছেন। এটা আরো পড়ে যেতে পারে বা আপনার আরো লোকসান হতে পারে। সুতরাং আপনার লসটাকে এখানে স্টপ করে দিতে হবে। আপনি এখন ৫% লোকসান করেছেন, এটা যেনো ২০% না হয় সে জন্য বিক্রি করে বের হয়ে আসাকে Stop Loss বলে।
সুবিধা: আপনি ৫% লোকসান থাকতেই বের হয়ে গেলেন। তারপর দেখা গেলো এটা ২০% কমে গেলো, তাহলে আপনি আরো ১৫% লোকসান হওয়া থেকে রক্ষা পেলেন। আপনার অ্যানালাইসিস যদি বলে এই শেয়ারটির দাম এখান থেকে বাড়বে তাহলে আপনি আবার এন্ট্রি দিতে পারেন। যেহেতু এই শেয়ারটি আপনি আগে কিনেছিলেন সেহেতু এই শেয়ারটি সম্পর্কে আপনার ধারণা বেশি। অন্য নতুন শেয়ারে এন্ট্রি দিতে গেলে ঐ নতুন শেয়ার সম্পর্কে আবার আপনাকে ধারণা নিতে হবে। এতে আবার ঝুঁকিতে পড়ে যেতে পারেন।
কেউ ২০% পর্যন্ত অপেক্ষা করে আবার কেউ ৫% লোকসান হলেই ছেড়ে দেয়। যে যেমনটি বুঝে, সে সেইভাবে ব্যবসা করে।
অসুবিধা: স্মার্ট মানি যখন শেয়ার সংগ্রহ করে তখন সাধারণ বিনিয়োগকারীরাও যদি এন্ট্রি দেয়া শুরু করে তখন সাধারণ বিনিয়োগকারীদের তাড়ানোর জন্য মামুরা মাঝে মাঝে বিক্রি করে শেয়ারটির দর ফেলে দেয়। ব্যাপারটি বুঝতে না পেরে সাধারণ বিনিয়োগকারী যখন ৫% লোকাসানে শেয়ারটি ছেড়ে দেয় ঠিক সেখান থেকেই আবার দাম বৃদ্ধি পেয়ে আগের জায়গায় চলে যায়।
বাজারে Fair Play হলে এই স্টপ লস অনুসরণ করে দারুণ ব্যবসা করা যায়, কিন্তু গ্যাম্বলাররা ঢুকে গেলে, রুলগুলো প্রায়ই ভুল সংকেত দেয়।
Stop Loss, লাভের ক্ষেত্রেও হতে পারে।
ধরি, আমি একটি শেয়ারে ২৫% লাভে আছি। এখান থেকে দাম আবার পড়তে শুরু করলো। ২৫% মুনাফা ২৩% হয়ে গেলো । এটা যেনো ২০% না হয়ে যায় তাই আমি এখনই বিক্রি করে দিলাম। এটাকেও স্টপ লস বলে। তবে এটা লাভের লস।