Efficiency এর সাথে জ্ঞানের ১০০ ভাগ সম্পর্ক না করলেও চলে। কোনো একজন স্বল্পশিক্ষিত কিংবা অশিক্ষিত ব্যক্তিও একই কাজ বারবার করতে করতে সেই কাজে দক্ষ বা efficient হয়ে উঠতে পারে। এই দক্ষতার সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নাই।
এস এস সি পরীক্ষার পরে, আমরা বন্ধুরা মিলে পেপার মিল দেখতে গিয়েছিলাম। সেদিনের এক দক্ষ (efficient) শ্রমিকের কাজ দেখে হতবাক হয়ে যাই! গুনে গুনে বান্ডেল তৈরি করার জন্য তিনি এক একবারেই ২৫ টা করে কাগজ তুলছেন। হাতের আন্দাজেই তিনি নিশ্চত হয়ে যাচ্ছিলেন সেখানে ২৫টা নাকি ২৬টা কাগজ উঠেছে। আমরা যেখানে ১, ২, ৩ করে গুনতে থাকি, তিনি সেখানে ২৫, ৫০, ৭৫ করে গুনতেছিলেন। পরীক্ষা করার জন্য একটি একটি করে গননা করতে অনুরোধ করলাম, প্রত্যেকবারই তাঁর একবারে তোলা কাগজগুলোতে ২৫ টা করে ছিলো! এটা ছিলো তার দক্ষতা। সেখানে এমন অনেক শ্রমিক ছিলেন, যারা এভাবে গননা করতে পারতো! তাদের কাজই ছিলো এভাবে গুনে গুনে বান্ডেল তৈরি করা। আমি যদি শ্রমিক হয়ে সে কাজে লেগে পড়তাম তাহলে আমার মতো অদক্ষ শ্রমিক সারাদিনে আর কয়টা বান্ডেল তৈরি করতে পারতাম? কিন্তু দীর্ঘদিন এই কাজ করলে হয়তো আমিও এমন দক্ষ হয়ে উঠতে পারতাম।
আমরা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকি তখন আমাদের অবচেতন মন আমাদের জানিয়ে দেয় কতক্ষণ পর পর কি পরিমানে আমাদের এক একটি পা উপরে তুলতে হবে। এ ব্যপারে আমরা সবাই দারুণ দক্ষ। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে যখন আমরা মোবাইলে কথা বলি, তখন সেই কথাগুলো সচেতনভাবে বলি। একইসঙ্গে দুইটি কাজ করছি, একটি করাচ্ছে সচেতন মন আর আরেকটি করাচ্ছে অবচেতন মন। দক্ষতার সাথে আমাদের অবচেতন মনের (sub-conscious mind) নিবিড় সম্পর্ক রয়েছে। কোনো একটি সিঁড়ির ধাপ যদি একটু উঁচু বা একটু নিচু হয়, তাহলে উষ্টা খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ ঐ ধাপের সাথে আমরা অভ্যস্ত নই, অবচেনত মনকে সেটার সাথে খাপ খাওয়াতে পারিনি।
৫-৬ তলা এভাবে সিঁড়ি বেয়ে ওঠা তেমন কষ্টসাধ্য না হলেও তারপর থেকেই যত বিপত্তি। তো একটি কার্যকর পদ্ধিত দরকার। কেউ একজন escalator বা চলন্ত সিঁড়ি আবিষ্কার করলেন, যেটা ছিলো কার্যকর পদ্ধতি, ইংরেজিতে যাকে বলি Effective Way ।
কোনো কোম্পানির শেয়ারের মৌলভিত্তি বিশ্লেষণ করে অবমূল্যায়িত মনে হলে ডিসকাউন্টেড রেটে যখন আমরা ক্রয় করি, তখন সেই ক্রয়টাকে ইফেকটিভ বা কার্যকর ক্রয় বলতে পারি। ওয়ারেন বাফেট কার্যকরভাবে (Effective) কোকাকোলার শেয়ারের মূল্যায়ন করতে পেরেছিলেন, ফলে তিনি মাসের পর মাস সেই শেয়ার কিনে বছরের পর বছর অপেক্ষা করেছিলেন। তিনি তাঁর চরম সাফল্য পেয়েছেন, হয়েছিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী।
আবার জে. সি লিভারমোর প্রাইস মুভমেন্ট, তথা গ্রাফ দেখে দেখে এন্ট্রি দিতেন। বাফেটের থেকে ভিন্ন হলেও তাঁর এই পদ্ধিটিও দারুণভাবে কার্যকর ছিলো, অর্থাৎ তাঁর কাজটিও ছিলো effective ।
মজার ব্যাপার হচ্ছে তাঁরা দুজনেই কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা বলেছেন।
ওয়ারেন বাফেট কি শুধুই ইফেক্টিভ ছিলেন? ১২ বছর বয়স থেকে তিনি বিনিয়োগ করা শুরু করেন। দীর্ঘদিন ধরে বিনিয়োগ করতে করতে তিনি দক্ষ তথা efficient হয়ে ওঠেন। তাঁর এই দক্ষতার কারণে তিনি বিশ্বাস করেছিলেন যে মাত্র ৩০ বছর বয়সে তিনি মিলিয়নিয়ার হবেন, হয়েওছিলেন তাই।
জেসি লিভারমোর মাত্র ১ দিনেই ১ মিলিয়ন ডলার আয় করেছিলেন। কিন্তু তার আগে তিনি দীর্ঘদিন ধরে সাধনা করে কার্যকর (Effective) পদ্ধতি বের করেছিলেন এবং সেভাবে দীর্ঘদিন ট্রেড করে করে দক্ষ (Efficient) হয়েছিলেন।
অ্যামেরিকান চিত্রাভিনেতা এডি ক্যান্টর বলেছেন, “রাতারাতি নাম করার জন্য বিশ বছরের সাধনা চাই”। তাঁর সুরে সুর মিলিয়ে আমরা বলতে পারি, জেসি লিভারমোরের মতো একদিনে মিলিয়ন ডলারের মালিক হতে চাইলে আগে ২০ বছরের সাধনা দরকার।
মৌলভিত্তিক এবং প্রযুক্তিগত বিশ্লেষণ দুটোই এখানে কার্যকর (Effective) পদ্ধতি, পক্ষান্তরে এই পদ্ধতি অনুযায়ী দীর্ঘদিন ট্রেড করে করে বাজারের সাথে নিজেকে খাপ খাওয়ানোকে Efficiency বলা যায়। আপনি সাপোর্ট আঁকা শিখেছেন, সময় নিয়ে সাপোর্ট আঁকছেন। কিন্তু দীর্ঘদিন আঁকতে আঁকতে চোখে দেখেই বোঝা যায় কোথায় সাপোর্ট তৈরি হচ্ছে, এখন আর সময় নিয়ে রেখা টেনে সাপোর্ট আঁকতে হয়না – এটা দক্ষতা। আবার দীর্ঘদিন ট্রেড করতে করতে বোঝা যায় সব সাপোর্টই সাপোর্ট না, বুঝতে পারা যায় কোন কোন সাপোর্ট ভেঙ্গে যেতে পারে – এটা আরো বেশি দক্ষতা (Efficiency)।
এ বাজারের অনেকেই ২ দিনে টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রশিক্ষণ নিয়ে ১ মাস ডেমো এন্ট্রি দিয়ে সফলতার মুখ দেখলেই একবারেই বেশি বিনিয়োগক করে বসেন। পরে দেখা যায় যতবারই বাস্তবে ক্রয় করেন ততবারই স্টপ লস দিতে হয়। স্টপ লস দিতে দিতে পুঁজি অর্ধেক হয়ে গেলে বলতে থাকেন, এই বাজার শুধুই মামুদের। দুই-তিনমাসে বড়লোক হওয়ার সাধ নিয়ে এই বাজারে বিনিয়োগ করতে আসা সেইসব বিনিয়োগকারীদেরকে লিভারমোরের উক্তিটি মনে করিয়ে দিতে চাই, “যাঁরা বেকুব, আবেগী, মানসিকভাবে অত্যান্ত অলস, চিন্তাশক্তিতে ভারসাম্যহীন এবং যাঁরা দ্রুত বড়লোক হতে চায় তাঁদের জন্য এই খেলা নয়, দরীদ্র হয়েই তাদের মৃত্যূবরণ করতে হবে”।
শুধু শেয়ার ব্যবসাতেই নয়, জীবনের সর্বক্ষেত্রে সফলতার জন্য Effective এবং Efficient দুটোরই গুরুত্ব অপরিসীম।