প্রশ্ন হচ্ছে সবাই যদি লোকসান করে তাহলে লাভ করছে কে?
কোনো গ্রুপ ৩০০ কোটি টাকার শেয়ার কিনে ব্যাংক দখল করে সেই ব্যাংক থেকে ১২ হাজার কোটি টাকার ঋণ নিয়ে খেলাপি হলো। এর পর ৩০০ কোটি টাকার শেয়ার ১০০ কোটিতে নেমে গেলে ঐ গ্রুপের কি কিছু আসবে যাবে? এমন আরো অনেক কৌশল আছে। এগুলো নিয়ে আছে অনেক আলোচনা-সমালোচনা। কিন্তু এইসব সমালোচনা করে কি কেউ তাদের ব্যবসার প্রসার বৃদ্ধি করতে পেরেছে? কিংবা যারা সমালোচনা করে তারা কি তাদের নিত্যদিনের কাজে সমালোচনার ঊর্ধ্বে?
২০০ বছর আগে ইংরেজরা যে দুর্নীতির বীজ বপন করে গেছে সেটা এখন সবার রক্তে রক্তে মিশে গেছে। তাই আমি আপনি সবাই দুর্নীতি করি।
– ১ম জন আইন ভঙ্গ করে প্রকাশ্য রাস্তায় ধুমপান করে, কারণ তার সেই ক্ষমতা আছে।
– ২য় জন ফুটপাতের উপর মটর সাইকেল চালিয়ে যায় কারণ তার সেই ক্ষমতা আছে।
– ৩য় জন বিকট আওয়াজ তুলে জোরে হর্ণ দিতে দিতে গাড়ি চালিয়ে যায়, কারণ তার সেই ক্ষমতা আছে।
– ৪র্থ জন তার বাড়ির ছাদে বিয়ের অনুষ্ঠানে জোরে হিন্দি গান চালিয়ে আশেপাশের বাচ্চা আর বয়স্কদের বিরক্ত করে, কারণ তার সেই ক্ষমতা আছে।
– ৫ম জন রাস্তা বন্ধ করে নিজের বিল্ডিং তুলে, কারণ তার সেই ক্ষমতা আছে।
– ৬ষ্ট জন গুলশান লেকের উপর বিল্ডিং তুলে, কারণ তার সেই ক্ষমতা আছে।
– ৭ম জন কাওরান বাজারে লেকের উপর বিজিএমই এর বিল্ডিং তুলে কারণ তার সেই ক্ষমতা আছে।
১ম জন, ৬ষ্ঠ আর ৭ম জনের সমালোচনায় বিভোর, কিন্তু তাকে যদি ৭ম জনের ক্ষমতা দেয়া হয় তাহলে সেও সে্ই দুর্নীতি করতে দ্বিধা করবে না। আর সে কারণেই নিজের ক্ষমতার মধ্যে থেকে আইন ভঙ্গ করে প্রকাশ্য রাস্তায় ধুমপান করে।
এদেশে একজন মা তার সন্তানের জন্য ফাঁস হওয়া প্রশ্নপত্র কিনতে ছুটে যান কোচিং সেন্টারে। সেই মায়ের সন্তানের কাছে কি আশা করবো আমরা!
এই যদি হয় বর্তমান অবস্থা তবে সেই দেশের শেয়ারবাজার কারসাজিমুক্ত হবে এমন প্রত্যাশা করে কেউ কি কখনো ব্যবসায়িকভাবে সফল হতে পারবে?