শেয়ার বাজারে আত্মবিশ্বাস

ঘটনা-১:
তখন আমি খুব ছোট। একদিন খুব সকালে আমাকে Tung Cleaner কিনতে পাঠানো হলো। একটি গাড়িঘর ছাড়া তখনও দোকানপাট খুলেনি। জানতাম সেই ছোট্ট দোকানে পাওয়া যাবেনা, তবুও গিয়েছিলাম। দোকানি শুনেই অবাক। বলেন, সেটা আবার কি জিনিস? বুঝিয়ে দিতেই বিরক্ত ও confidently বললেন, এসব কোনো জিনিস কোথাও পাওয়া যায়না!

ঘটনা-২:
এইচএসবিসি ব্যাংকের বনানী শাখায় এক কাজে গিয়েছিলাম। ফ্রন্ট ডেস্ক এর অফিসার confidently বললেন এসব কাজ হয়না। বললাম, “হয়”! অফিসারের চেহারায় বিরক্ত ফুটে উঠতেই বললাম, দেখুন ম্যাডাম আমিতো আর ব্যাংকার নই, ব্যাংকের নিয়ম কানুন এত জানিও না, তবে এই স্পেসিফিক বিষয়টি জানি, কারণ আমি এর আগেও এখান থেকেই করিয়েছি। ম্যাডাম এবার Confused! ইন্টারকমে কারসাথে কথা বলে Convinced হলেন, তারপর আমাকে দোতলায় পাঠিয়ে দিলেন।

ঘটনা-৩:
এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার আমার পাসেপোর্টের পাতা উল্টেপাল্টে দেখে আঁতকে উঠে বললেন, ভিসা কই? উত্তরে বললাম, অন-অ্যারাইভাল ভিসা নিবো। অফিসার Confidently বললেন, বাংলাদেশিদের জন্য তুরস্ক পোর্ট-এন্ট্রি ভিসা দেয়না। বললাম, ”দেয়”! আমার কথাটা তিনি কানেই তুললেন না, অথবা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিলেন। ওয়াকি-টকি নিয়ে তাঁর স্যার এদিক সেদিকে ঘুরাফিরা করতে ছিলেন। ডেকে বললেন, স্যার এটা কি করবো? তাঁর স্যার সবকিছু শুনে আমাকে বললেন, “আপনি কি সিউর”? পাসপোর্টটা চেয়ে নিয়ে দেখিয়ে দিলাম, আগের মাসেই ৩০ দিনের জন্য ভিসা নিয়েছিলাম ইস্তাম্বুল এয়ারপোর্টে গিয়ে। দুজনেই Confused! স্যার এবার বড় স্যারকে ফোন করে জানতে চাইলেন কি করতে হবে! বড় স্যার বললেন, উনার যদি ভ্যালিড সেঙ্গেন ভিসা থাকে তবে পোর্ট এন্ট্রি ভিসা নিতে পারবেন। এবার দুজনেই Convinced!

এই বিপুলা পৃথিবীর কতকিছুই আমরা জানিনা, জানা সম্ভবও না। তবুও এই না জানার সীমাবদ্ধতার মাঝে বন্দি থেকেই Confidently আমরা মনে করি জানি! এটা সম্ভবত সকলের একটি স্বাভাবিক আচরণ। স্বভাবটা হয়তো আমারও আছে, আপনারও আছে। এটার সাথে প্রাতিষ্ঠানিক শিক্ষার হয়তো কোনো সম্পর্ক নাই। আর তাই দেখা যাচ্ছে এক্ষেত্রে মফস্বলের মূর্খ মুদী দোকানি আর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা উচ্চপদস্থ কর্মকর্তাটিও না জেনেই Confident- একই আচরণ! শুধু বাংলাদেশেই নয়, উন্নত বিশ্বের প্রথম শ্রেণির দেশগুলোতেও আমার একই রকম অভিজ্ঞতা হয়েছে!

এই বাজারে যুক্ত হওয়ার পরে থেকে প্রতিদিনই এখন এই অভিজ্ঞতা হচ্ছে। কেউ বলেন এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করেনা; কেউ বলেন বাফেট তত্ত্বের প্রয়োগ এখানে হয়না; কেউবা আবার বলেন বাংলাবাজারে কোনো বিশ্লেষণই কাজ করেনা! অথচ আমরা দেখছি বেশিরভাগের জন্য অন্য বাজারে যেমন কাজ করেনা এখানেও তেমনি বেশিরভাগের জন্য অ্যানালাইসিস কাজ করছেনা। তবে যাঁরা সঠিকভাবে প্রয়োগ করতে পারছেন তাঁদের জন্য ঠিকই কাজ হচ্ছে! টেকনিক্যাল অ্যানালাইসিস যে কাজ করে তা অনেকবার প্রমাণিত হয়েছে এবং হচ্ছে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও যে কাজ করে তারও অনেক উদাহরণ আছে আমাদের এই শেয়ার বাজারে।

অ্যানালাইসিসে কাজ হয়না – এই বিষয়ে Confident হলে এক দিনেই হয়তো সে বিশ্বাসের পরিবর্তন হবেনা। দেখে, শিখে, অভিজ্ঞতা নিতে নিতে প্রথমে Confuse হবে তারপরেই হয়তো সে Convince হবে যে ব্যবসা করতে হলে বিশ্লেষণ করতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *