নিকোলাস দার্ভাস ছিলেন একজন বিখ্যাত নৃত্যশিল্পী! দেশে দেশে নাচ করে বেড়াতেন। ছিলেন তিনি উচ্চ শিক্ষিত! শিক্ষা নিয়েছিলেন অর্থনীতিতে। তখনও তিনি শেয়ার ব্যবসা জানতেন না। কিন্তু শেয়ার ব্যবসাতো শিক্ষিত লোকের ব্যবসা! তিনি ২০০ টার অধিক বই পড়ে শেয়ার ব্যবসাতেও শিক্ষিত হলেন। পরবর্তীতে মাত্র ১০ হাজার ডলার বিনিয়োগে তিনি ২০ লক্ষ ডলার বানিয়েছেন এই ব্যবসা থেকে।
- বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ইংরেজিতে উচ্চ শিক্ষিত হলেও শেয়ারব্যবসায় মূর্খ হতে পারেন।
- বুয়েটে ফার্স্টক্লাস ফার্স্ট হওয়া ছাত্রটিও শেয়ার ব্যবসায় মূর্খ হতে পারেন।
- আবার ফেল করা ছাত্রটিও শেয়ার বাজার বিষয়ক জ্ঞান অর্জন করে এই বাজারে শিক্ষিত হতে পারেন।
মেধা আর অন্য বিষয়ের শিক্ষা যদি একজনকে শেয়ার ব্যবসায়ী হিসেবে সফল হতে সহায়ক হতো তবে বিজ্ঞানী নিউটন এই বাজারে বিনিয়োগ করে বর্তমান মূল্যে ৩৪ কোটি টাকা হারাতেন না! অথচ কতজনের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট না থেকেও এই বাজারে কত সফল! এইতো সেদিন কোন পত্রিকায় পড়লাম, এই করোনার মাঝে লেখাপড়া বাদ দিয়ে ভারতের তরুণ শেয়ার ব্যবসায় নেমে পড়ে ব্যাপক সফলতা পেয়েছেন, পত্রিকায় পত্রিকায় তাঁর নাম ছড়িয়ে পড়েছে।
কারবারটা যখন শিক্ষিত লোকের তখন সেই ব্যবসায় সফল হতে হলে বই পড়তেই হবে।